ঢাকা, ২৯ আগস্ট শুক্রবার, ২০২৫ || ১৪ ভাদ্র ১৪৩২
good-food
১৫৩

বিশ্বকাপ দলে কাদের খেলাতে হবে, জেনে গেছেন সাকিব

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৪:১৮ ১৩ অক্টোবর ২০২২  

ত্রিদেশীয় সিরিজের শেষ ম্যাচে পাকিস্তানের কাছে ৭ উইকেটে হেরেছে বাংলাদেশ। ব্যাটিংয়ে ভালো করলেও বোলিংয়ে সুবিধা করে উঠতে পারেননি টাইগাররা। তবে অধিনায়ক সাকিব আল হাসান বলছেন, বিশ্বকাপ দলে কাদের খেলাতে হবে, এ সিরিজের মাধ্যমে সেটা পরিস্কার হয়েছে।

 

পাকিস্তানের বিপক্ষে ম্যাচ হারের পর তিনি এ কথা বলেন। সাকিব বলেন, জয়ের জন্য এ ম্যাচে কিছু রান কম হয়েছে। তবে এ টুর্নামেন্টের মাধ্যমে অনেক উন্নতি হয়েছে। এ সিরিজে ইতিবাচক দিক আছে অসংখ্য। আমরা আজ ভালো ক্রিকেট খেলেছি। মাঝের ওভারগুলোয় ভালো খেলেছি। যেটার অভাব ছিল কিছুদিন। 

 

বিশ্বকাপের আগে এ সিরিজে চার ম্যাচে চার ওপেনিং জুটি খেলিয়েছে বাংলাদেশ। বোলিং লাইনআপেও ছিল বিস্তর পরীক্ষা-নিরীক্ষা। তবে এর মাধ্যমে বিশ্বকাপের দলটাও মনে মনে দাঁড় করিয়ে ফেলেছে টাইগাররা। ত্রিদেশীয় সিরিজ থেকে এ দিকটাকে ইতিবাচকভাবে দেখছেন সাকিব।

 

তিনি বলেন,  আমরা বিশ্বকাপে কাদের খেলাবো, সে বিষয়ে পরিষ্কার ধারণা পেয়ে গেছি। আমার কাজ হলো দলের জন্য রান করা। বোলিংটা ভালো হয়নি। আমি আরও উন্নতি করতে চাই। এ টুর্নামেন্টের মাধ্যমে অনেক উন্নতি করেছি।এটি আমাদের জন্য ইতিবাচক কিছু।

খেলাধুলা বিভাগের পাঠকপ্রিয় খবর